Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার মিরপুরে ভূমিহীন বিধবার বসতভিটায় দুর্বৃত্তের আগুন!

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৩ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমকাঠালিয়া দক্ষিণপাড়া এলাকার ভূমিহীন (সরকারি জায়গায় বসবাসকারী) এক বিধবার বসতভিটায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুরের আমকাঁঠালিয়া বিধবার ঘরে আগুন দিল দুর্বৃত্তরা

মঙ্গলবার রাতে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমকাঁঠালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আবু বক্করের বিধবা স্ত্রী আনোয়ারা খাতুনের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

নিজের কোন জমি না থাকায় ক্যানেলের জমিতে একটি কুড়ে ঘর ও এক ছায়লা টিনের ঘরে বসবাস করতেন ওই বিধবা নারী। অনেক আগেই তার স্বামী মারা গেলে বিধবা হন তিনি। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় একা একা এই বাড়ীতে বসবাস করেন তিনি।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাদেক আলী বলেন, রাত সাড়ে বারোটার সময় দুবৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তার ঘরবাড়ি। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হলে মিরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া বিধবা আনোয়ারা খাতুন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। তাকে সহায়তার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ