বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ার আলোচিত মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষক খলিলুর রহমান (৬৫)কে গ্রেফতার করা হয়। বুধবার (২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল গাইবান্ধা জেলার সদর থানা এলাকা থেকে ধর্ষক খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ মোল্লাপাড়া, হড়গ্রাম, রাজশাহীর এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানাগেছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানা এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গুচ্ছগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ধর্ষক খলিলুর রহমান খলিলকে গ্রেফতার করা হয়। গত ২৪ জানুয়ারী সকাল সাড়ে ৬টায় ১১ বছরের মানসিক প্রতিবন্ধি কিশোরী প্রকৃতির ডাকে ঘর হতে বাহির হলে একই এলাকার বাসিন্দা গ্রেফতারকৃত খলিলুর রহমান খলিল জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মানসিক প্রতিবন্ধী কিশোরীর পরিবার ধর্ষণের প্রতিবাদ করলে অভিযুক্তের পরিবার কিশোরীর পরিবারের উপর সংঘবদ্ধ হামলা করে। এতে কিশোরীর বাবা ও চাচাসহ ১০ জন আহত হয়। ঘটনার পর হতেই ধর্ষণকারী খলিলুর রহমান খলিল পলাতক হয়। পরে ধর্ষিতা কিশোরীর মা পুঠিয়া থানায় ধর্ষক খলিলুর রহমান খলিলসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার র্যাব অপরাধীদের গ্রেফতারের নিমিত্ত গোয়েন্দা নজরদারী জোরদারের মাধ্যমে ধর্ষণকারী খলিলুর রহমান খলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খলিলুর রহমান খলিল মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরারওয়াদী হোসেন জানান, আসামী খলিলুর রহমানেকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।