বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান ২০২০ প্রদান করা হয়েছে। এতে মোট পাঁচটি ক্যাটাগরির মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকার নারী উদ্যোক্তা মর্জিনা আক্তার বুলবুলি।
মঙ্গলবার দুপুরে ঢাকা শিশু একাডেমিতে বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে এতে জয়ীতাদের ক্রেস্ট, সার্টিফিকেট সহ আর্থিক অনুদান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু.আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।