Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি সদস্য হত্যায় গ্রেফতার ৩

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

যশোরের অভয়নগরের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম হত্যার শ্যুটার (গুলি চালানো ব্যক্তি) অজয় বিশ্বাসসহ ৩ চরমপন্থি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে উত্তম সরকারকে গুলি করে হত্যাকাজে ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধার করা হয়। যশোরের মনিরামপুর থানা থেকে জেলা ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র এএসপি রুপণ কুমার সরকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামিগণ একটি সংঘবদ্ধ কথিত ‘নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি’র সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে তাদের দলীয় ছদ্মনাম ব্যবহার করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সমূহের বিভিন্ন এলাকায় তাদের হেফাজতে থাকা অবৈধ অস্ত্রগুলি, বিস্ফোরকদ্রব্য ইত্যাদি ব্যবহার করে হত্যা, চাঁদাবাজি সংঘটন করছে।
গ্রেফতারকৃত তিন আসামি হলেন- মনিরামপুর থানার সহদেব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস ও একই থানার নির্মল পাড়ের ছেলে পলাশ পাড়ে, অভয়নগর থানার কচুয়া গ্রামের প্রফুল্য বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস। আটককৃতদের কাছে ২টি পাইপ গান, ০২ রাউন্ড ১২ বোর কার্তুজসহ ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ