বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, সিলসিলা ইসলামিক সোসাইটি ও সিরাজাম মুনিরা এডুকেশন সেন্টার ইউকের পরিচালক, ইউকে আল ইসলাহ নেতা আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদের সৌজন্যে আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেটের সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত এক সাংগঠনিক সফরে দেশে আসেন আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদ। সফরকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে এ প্রীতিভোজের আয়োজন করেন তিনি। এমন আয়োজন নিয়ে হাফিজ সাব্বির আহমদ প্রীতিভোজপূর্ব এক বক্তব্যে বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষা। এ শিক্ষা বাস্তবে আমাদের শিখিয়েছেন আমাদের পীর ও মুরশিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)। আজকের এ আয়োজন তার উৎকৃষ্টতম উদাহরণ। আমি মনে করি, এই প্রীতিভোজ আমাদের সম্প্রীতিকে আরো অটুট করবে এবং দ্বীনী খিদমতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বহির্বিশ্বে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর বিভিন্ন খিদমতের চিত্র তুলে ধরে বলেন, সিরাজাম মুনীরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার ফুলতলী ছাহেব কিবলাহ’র বহুমুখী খিদমতের একটি কেন্দ্রস্থল। এ প্রতিষ্ঠান ইলমে দ্বীন শিক্ষা ও প্রচার এবং খিদমতে খালকের কার্যক্রম বিশ্বব্যাপী আনজাম দিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এ প্রতিষ্ঠান ইউরোপের একটি অন্যতম দ্বীনী মারকাজ হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রীতিভোজে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ নাসিম হোসাইন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার ইউকে’র পরিচালক আলহাজ্জ কাজী নানু মিয়া, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, আল ইসলাহর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন জাহেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল জলিল, জেলা বিএনপি নেতা আবুল কাসেম ও বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. ছমর উদ্দিন মানিক।
এতে সিলেটের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিকসহ প্রীতিভোজে আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল, সিলেট মহানগর আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা সাদ উদ্দিন, পাঠাগার সম্পাদক মাওলানা সৈয়দ আহমদ আল জামিল, সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর তালামীযের সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, সাধারণ সম্পাদক পিয়ার হাসান, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সুনামগঞ্জ জেলা তালামীযের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ সায়েম হোসাইন ও সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।