প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত রবিবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কারচুপি ও নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে অর্থ বিলি করা এবং মোবাইলে কারো সাথে এসএমএস চালাচালি করার স্ক্রিণ শট ভিডিও আকারে তুলে ধরেন। সে সময় নিপূণ জানিয়েছিলেন, এ ব্যাপারে তিনি মামলা করবেন। শুধু সাধারণ সম্পাদক পদে তিনি পুনঃনির্বাচনের দাবী জানান। সংবাদ সম্মেলনে নিপূণের করা অভিযোগকে মিথ্যা, বানোয়াট বলে মন্তব্য করেছেন জায়েদ খান। গত সোমবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে নিপূণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি। জায়েদ খান দাবি করেন, সংবাদ সম্মেলনে নিপুণ যে স্ক্রিনশট দিয়েছেন, তা সুপার এডিটেড। মুনমুনকে নিয়ে যে ভাইরাল ভিডিও উপস্থাপন করা হয়েছে নিপুণের সংবাদ সম্মেলনে, তাও প্রমাণ করে না যে সেখানে টাকা দেয়া হচ্ছে। জায়েদ খান বলেন, সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার পরও অহেতুক একটি সংবাদ সম্মেলন করে কোনও ধরনের সমর্থিত সূত্র বা প্রমাণ ছাড়া আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যে কারণে আমি মামলাটি করতে যাচ্ছি, তার প্রথম আসামি হবেন নিপুণ। এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যদের বিরুদ্ধ আইনজীবীর পরামর্শ নিয়ে যাচাই-বাছাই করে মামলা করব। এ সময় সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মুনমুন। এই মুনমুনকে টাকা দিয়েছেন এমন ভিডিও নিপূণ সংবাদ সম্মেলনে প্রদর্শন করেন। মুনমুন বিষয়টি অস্বীকার করেন। এদিকে জানা গেছে, নিপূণও সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচনের জন্য মামলার প্রস্তুতি নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।