Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আজ অভিনেত্রী তাশনুভা তিশার বিয়ে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

চলতি মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই নিজের বাগদানের খবর জানান ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। পাত্রের নাম সৈয়দ প্রিন্স আসকার, একটি এজেন্সিতে কর্মরত। গত ১৫ জানুয়ারি তাদের বাগদান স¤পন্ন হয়। আজ তাদের বিয়ে। বিয়ের আগে একটি রেস্তোরাঁয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। গায়ে হলুদের অনুষ্ঠানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও তিশার কাছের বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। তিশা জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসের আসকারের সঙ্গে তার পরিচয়, এরপর দুজন দুজনকে কাছ থেকে দেখা ও জানাশোনা। একটু একটু করে তাদের মধ্যে ভালোবাসার স¤পর্ক গড়ে উঠে। প্রেমের স¤পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে বিয়ের জন্য প্রস্তুত হন। আজ স্বল্প পরিসরের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হবে। এসময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন বলে জানান তিশা। এরপর একই মাসে বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।



 

Show all comments
  • ইকবাল শেখ ২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৩১ এএম says : 0
    নতুন জীবনের জন্য শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ