Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

জে কে মজলিশের সঙ্গীতায়োজনে চৌধুরী কামাল ও সালমার নতুন গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বাউল শাহ্ আব্দুল করিমের লেখা ও সুরে জে কে মজলিশ-এর সঙ্গীত আয়োজনে ফোক গানের শ্রোতাপ্রিয় জুটি চৌধুরী কামাল ও সালমার নতুন গান ‘প্রাণওনাথ-২’ প্রকাশিত হয়েছে সিকে এ্যান্ড মিউজিক-এর ব্যানারে। এর আগে এ জুটির সবচেয়ে জনপ্রিয় গান ‘প্রাণওনাথ ছাড়িয়া যাইওনা বন্ধুরে’ প্রকাশিত হয়। গানটির সঙ্গীত আয়োজন করেছিলেন বাপ্পা মজুমদার। প্রাণওনাথ-২ সম্পর্কে জে কে মজলিশ বলেন, ‘এটি একটি খুবই শ্রুতিমধুর গান। কিংবদন্তী শাহ আব্দুল করিম-এর গানে কাজ করার অনুভূতি আলাদা। চৌধুরী কামাল এবং সালামর গায়কী গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। চৌধুরী কামাল বলেন, গানটি নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। সালমা বলেন, গানটি শোনার পর আমার প্রতি শ্রোতাদের ভালোবাসা আরো একটু বেড়ে যাবে বলে আমার বিশ্বাস।উল্লেখ্য, জে কে মজলিশ সম্প্রতি সেরা সঙ্গীতপরিচালক হিসেবে বাবিসাস অ্যাওয়ার্ড অর্জন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ