Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবারের বিরুদ্ধে মানহানি মামলায় জয়ী হলেন কার্ডি বি

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

একজন ইউটিউবারের বিরুদ্ধে মানহানি মামলায় জয়ী হয়েছেন র‌্যাপ গায়িকা কার্ডি বি। এই বিবাদী ইন্টারনেটে ভুয়া কনটেন্ট প্রকাশ করেছিল বলে গায়িকা মানহানি মামলা করেছিলেন। লাটাশা কেবে নামে একজন ইউটিউবার কার্ডির বিরুদ্ধে এক বিদ্বেষমূলক কার্যক্রম শুরু করেছিল বলে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে এই মর্মে কার্ডি বি তার বিরুদ্ধে ১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। গত সপ্তাহে জুরি গায়িকার পক্ষে মামলার মত দিয়েছে। দুই সপ্তাহ দুই নারীর এই মামলার কার্যক্রম চলার পর সিদ্ধান্ত কার্ডির পক্ষে যায়। ২৯ বছর বয়সী গায়িকা এই মামলার রায় অনুযায়ী, ১.২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন, তবে এই অংক আরও বাড়ার সম্ভাবনা আছে। কারণ কেবেকে এই রায়ের শর্ত অনুযায়ী কার্ডির আইনি খরচও বহন করতে হবে। ২০১৯ সালে কেবে এক ভিডিওতে দাবী করেন কার্ডি বি ওরফে বেলকালিস আলমানজার হার্পিস রোগে আক্রান্ত হয়েছেন, আর তিনি একসময় দেহপসারিনী ছিলেন। এছাড়া ভিডিওতে দাবী করা হয় গায়িকা তার স্বামীর সঙ্গে প্রতারণা করেছেন এবং মাদকাসক্ত ছিলেন ইত্যাদি। কার্ডি জানান, কেবের ভিডিও দেখে তিনি একসময় আত্মহত্যাও করতে চেয়েছিলেন। শুনানির এক পর্যায়ে কেবে স্বীকার করেন তিনি বেশ কিছু মিথ্যাচার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ