Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নাগিন ৬’ দিয়ে ফিরছেন উর্বশী ঢোলাকিয়া

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

প্রযোজক একতা কাপুর তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ ‘নাগিন’-এর ষষ্ঠ সিজন নিয়ে ফিরছেন। জনপ্রিয় এই সিরিজ নিয়ে ভক্তদের অনেক প্রত্যাশা আর রোমাঞ্চ। জানা গেছে, নতুন এই ‘কাহিনী’ চলমান কোভিড-১৯-এর সঙ্গে সমন্বিত করে উপস্থাপন করা হবে। ধারাবাহিকটির প্রচার শুরু হতে এখনও কিছু সময় বাকি আছে তাই একে নিয়ে জল্পনাকল্পনা আর গুজব চলছে অনেক। বিশেষ করে এর কাস্ট নিয়ে। এর মধ্যে অন্যতম হল উর্বশী ঢোলাকিয়ার অন্তর্ভুক্ত হওয়া। ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে কমলিকা চরিত্রটি করে খ্যাত এই অভিনেত্রী ‘নাগিন’ ধারাবাহিকটি দিয়ে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরবেন। তবে উর্বশীর ‘নাগিন ৬’তে অংশ নেয়াটা গুজব নয়। তিনি এরই মধ্যে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন। এর ফলে প্রায় চার বছর পর তিনি আবার ফিকশন ধারার টিভি অনুষ্ঠানে ফিরবেন। সর্বশেষ তিনি ‘চন্দ্রকান্ত’তে এক রানির ভূমিকায় অভিনয় করেছিলেন। সুপারন্যাচারাল থ্রিলারটিতে উর্বশী ঠিক মানুষ না নাগিনের ভূমিকায় অভিনয় করবেন তা জানা যায়নি। যাই হোক না কেন তার ভূমিকার চমক থাকবে তা নিশ্চিত। ‘নাগিন ৬’ বর্তমানে চলমান ‘বিগ বস ১৫’র স্থলাভিষিক্ত হবে বলে জানা গেছে। ‘নাগিন ৬’তে কেন্দ্রীয় ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও নিশ্চিত হয়নি। সম্ভাবনা আছে হয় রুবিনা দিলায়েক নয়তো মাহিরা শর্মা প্রধান চরিত্র করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ