রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুজিববর্ষের ঘর পরিদর্শন
ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারোকোনায় চলমান ৭টি নতুন ঘরের মালামাল ও নির্মাণ কাজ এবং হলদীগ্রামে পূর্বে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো গত সোমবার পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহাম্মদ শাহীন ইমরান।
এ সময় আশ্রয়ণ প্রকল্পে কয়েকটি ফলদ গাছের চারা রোপন করেন। তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফারুক আল মাসুদ, নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলেনা পারভীন, ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, আরডিসি রুয়েল সাংমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।
পাখি সংরক্ষণে সভা
নওগাঁ জেলা সংবাদদাতা
নওগাঁর সাপাহারে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা মূলকসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগন, জনপ্রতিনিধি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণে আগ্রহী ব্যক্তিবর্গদের সমন্বয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার বেলা ১১টায় বন অধিদফতর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে এবং জবইবিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। জবইবিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহাজাহান হোসেন মণ্ডল। প্রধান আলোচক হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।
বালু উত্তোলনে জরিমানা
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা
রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের নতুনপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মোস্তফা (৩৫) নামে একব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার তাকে এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত মোস্তফা রামগড় ইউনিয়নের খাগড়াবিল গ্রামের মো. হানিফ বাচ্চু কোম্পানির ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ধর্ষণের আসামি আটক
গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. মেহেদী হাসান (২২) কে ২৪ ঘণ্টার মধ্যে আহম্মেদপুর এলাকা হতে গ্রেফতার করেছে নাটোর র্যাব-৫। গত সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন আহম্মেদপুর বাজারস্থ এলাকায় কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলা দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আটককৃত আসামি মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।