Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারাটে শুধু সুরক্ষাই নয়, আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলে - পটুয়াখালীতে রুবেল

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩০ পিএম | আপডেট : ৮:৩৫ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২২

পটুয়াখালীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি ও চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল বলেছেন, ক্যারাটে শুধু সুরক্ষাই নয়, আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলে। দেশে প্রতিনিয়ত নারী ও শিশুদের প্রতি যে সহিংসতা হচ্ছে তা প্রতিরোধ এবং নিজেকে সকল ধরনের শারীরিক নির্যাতন থেকে সুরক্ষিত রাখার জন্য ক্যারাটে শিক্ষা জরুরি।

আজ পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর প্রাথমিক বিদ্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় দেশ ব্যাপী স্কুল শিক্ষার্থীদের ক্যারাটে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরীন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি সালমা জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শীরিন আক্তারসহ উপস্থিত প্রকল্প সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ