বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরে রাজনৈতিক ও পেশাগত সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ হাজার হাজার মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক এ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ (৬৫)। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযায় মানুষের ঢল নামে।
নামাজে জানাযায় এ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মৃতিচারণ করে হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বলেন, রাজনীতি ও আইনপেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে যুক্ত থাকার সুবাদে দলমতের উর্ধ্বে সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। ছিলেন একজন পরিচ্ছন্ন সংগঠক।
অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, আওয়ামী লীগ নেতা খন্দকার নজরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, এসএম শহীদুল ইসলাম, এ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, এ্যাডভোকেট আব্দুল মান্নান, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, আবু রায়হান রূপন, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু, মরহুমের পুত্র প্রকৌশলী তুহিন প্রমুখ।
এছাড়া বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি চরশেরপুরের সাতানী পাড়ার জামিয়া আরাবিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সেখানেও হাজার হাজার মুসল্লী জানাযা ও দাফনে শরিক হন।
দ্বিতীয় নামাজে জানাজায় স্মৃতিচারণ করেন শেরপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ২নং চরশেরপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি সোমবার সকালে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ইন্তেকাল করেন এ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।