পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়াও করোনা পরীক্ষায় পজিটিভি মন্ত্রিপরিষদ বিভাগের ৬৩ জন।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম ইনকিলাবকে এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গত বুধবার আমরা জানতে পারি তিনি করোনা পজিটিভ। মন্ত্রিপরিষদ বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত।
নতুন বছরের শুরু থেকেই দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণের হারও বেড়েছে আশঙ্কাজনকভাবে। এ অবস্থায় সংক্রমণ রোধে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। তারপরও সংক্রমণের লাগাম টানা সম্ভব হচ্ছে না।
মাহমুদ ইবনে কাসেম বলেন, গত এক সপ্তাহ থেকে এ সংক্রান্ত তথ্য আসছে। অনেকে এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন। তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তবে প্রকৃতপক্ষে এখন কতজন আক্রান্ত তা বলা মুশকিল। তথ্য হালনাগাদ করা হলে তা স্পষ্ট হবে।
কোভিড-১৯ সংক্রমণের তৃতীয় ঢেউ প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে সরকার। তার মধ্যে সরকারি-বেসরকারি অফিসে অর্ধেক জনবল দিয়ে কাজ চালিয়ে নেওয়ার নির্দেশনাও রয়েছে। গত ২৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/ চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়। তার মধ্যে ছিল, সব সরকারি,আধাসরকারি,স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা, কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।