Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকা হারিয়ে বিজয়ী সেই এরশাদুলের ভাই আক্তারুজ্জামান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১০:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান ৫ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ফলাফল অনুযায়ী আক্তারুজ্জামান মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৫০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম পেয়েছেন ৫ হাজার ৪১ ভোট। আক্তারুজ্জামানের বড় ভাই এরশাদুল হক নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ১৭ ডিসেম্বর একই ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও তার সহযোগী বাদল সরকার। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানায় পুলিশ।

পরবর্তীতে নাটঘর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন এরশাদুলের স্ত্রী ইসরাত জাহান ও তার ভাই আক্তারুজ্জামান। কিন্তু তাদের কেউই আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে আক্তারুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ