Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রদীপ ও লিয়াকত এখন কনডেম সেলে

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৯:৩৪ পিএম | আপডেট : ৯:৩৫ পিএম, ৩১ জানুয়ারি, ২০২২

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীর ঠিকানা ডিভিশন থেকে এখন কনডেম সেল। যেখানে তারা এতদিন ভিআইপি মর্যাদা ভোগ করেছিলেন, সেটি বাতিল করা হয়েছে।

কারাগার থেকে বের হওয়ার আগে ডাল, সবজি দিয়ে ভাত খান প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী। সকালে খেয়েছেন খিচুড়ি।

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় প্রদীপ ও লিয়াকতকে আদালত থেকে কারাগারে নেয়ার পর সরকারী বিধি মোতাবেক ডিভিশন বাতিল করে কনডেম সেলে পাঠানো হয়েছে।
জেলা কারাগারের সুপার মো. নোছার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারী কর্মকর্তা হিসেবে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছিলেন। ফাঁসির আদেশ পাওয়ার পরপরই তাদের সমস্ত সুবিধা বাতিল করা হয়েছে।



 

Show all comments
  • Nayeemul ৩১ জানুয়ারি, ২০২২, ১১:২৮ পিএম says : 0
    প্রদীপকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। সে শুধু মেজর সিনহাকে হত্যাই করেনি, সে একজন ভারতীয় দালাল যে বাংলাদেশের বিরুদ্ধে যাবতীয় কর্মকাণ্ড করেছে। প্রদীপের অ্যাটর্নি রানা দাশ ইসকনের সদস্য এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্রে জড়িত। তারও শাস্তি হওয়া উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ