বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীর ঠিকানা ডিভিশন থেকে এখন কনডেম সেল। যেখানে তারা এতদিন ভিআইপি মর্যাদা ভোগ করেছিলেন, সেটি বাতিল করা হয়েছে।
কারাগার থেকে বের হওয়ার আগে ডাল, সবজি দিয়ে ভাত খান প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী। সকালে খেয়েছেন খিচুড়ি।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় প্রদীপ ও লিয়াকতকে আদালত থেকে কারাগারে নেয়ার পর সরকারী বিধি মোতাবেক ডিভিশন বাতিল করে কনডেম সেলে পাঠানো হয়েছে।
জেলা কারাগারের সুপার মো. নোছার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারী কর্মকর্তা হিসেবে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছিলেন। ফাঁসির আদেশ পাওয়ার পরপরই তাদের সমস্ত সুবিধা বাতিল করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।