রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুরে বিএনপি’র দলীয় রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্কিয় করতে না পেরে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলায় স্বাক্ষী করা হয়েছে বলে দাবি করেছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি নেতা মো. হাবিবুর রহমান।
এ মামলার অধিকাংশ আসামি বিএনপি নেতা হাবিবুর রহমানের নিকট স্বজন ও সমর্থক। মামলার সাক্ষ্য গ্রহণও এখনো শুরু হয়নি। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার প্রশ্নই উঠে না। গতকাল সোমবার সদর উপজেলার মনিপুর বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুলিশ এ মামলার বিষয়ে তাকে কোন কিছু না জানিয়েই মামলার স্বাক্ষী করে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা বরকত উল্লাহ, মো. মহর আলী, আজাহার আলী, মতিউর রহমান, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্প্রতি ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কমিটিতে তারেক রহমানের মামলার সাক্ষীকে সদস্য পদে রাখার প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় বিএনপি নেতারা। পরে বিএনপি নেতা হাবিবুর রহমান সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।