রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে মোছা. লিপি (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত রোববার দিনগত রাত সাড়ে ৮টায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত লিপি পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী উজিরের মোড় এলাকার আজিজুলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় লিপি তার স্বামী আজিজুলকে বাবার বাড়িতে কিছু চিড়ামুড়ি দিয়ে পাঠায়। পরে আজিজুল তার শশুরবাড়ি থেকে রাত্রি আনুমানিক সাড়ে ৮টায় ফিরে এসে ডাকাডাকি করে লিপির কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখোঁজির এক পর্যায়ে গোয়াল ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। পরে তার ডাকচিৎকারের আশপাশের এলাকাবাসী ছুটে এসে লিপিকে সেখান থেকে নামিয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লিপিকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানিয়েছে, নিহত লিপি নিঃসন্তান ছিলেন। এ কারণে সে মনোকষ্টে ভুগতেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।