রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিদ্যুৎস্পৃষ্ট লাইনম্যান
বরগুনা জেলা সংবাদদাতা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ফরাজি (২৫) নামের এক লাইনম্যান দগ্ধ হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ জহিরুল বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের মো. হাফেজ ফরাজির পুত্র। আহত লাইনম্যনের সহকারী মো. জুয়েল জানান, দৈনিক হাজিরায় তারা বিদ্যুতের লাইনের কাজ করেন। প্রতিদিনের ন্যায় উপজেলার চরপাড়া গ্রামে লাইন বন্ধ রেখে কাজ করছেন সকাল ১০টা থেকে। দুপুরের দিকে হটাৎ সংযোগে চালু হলে এ দুর্ঘটনা ঘটে। জহিরুলকে দ্রুত উদ্ধার করে তালতলী হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের ডা. সাইদ হাসান সোহাগ জানান, রোগীর শরীর সামনের অংশের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এছাড়া বাম পায়ের হাটুর মাংস পুড়ে হারে ক্ষত হয়েছে। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
দুই চাঁদাবাজ গ্রেফতার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার রাতে উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার সদর থানার যশদল এলাকার নুরুল ইসলামের ছেলে আজিজুল হক, ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে আল আমিন। মামলার এজাহারে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকেলে পরিবহন চাঁদাবাজ সদস্যরা বাস ও ট্রাক থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করে র্যাব ১১র সদস্যরা।
সবজি চাষ প্রশিক্ষণ
ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সবজি চাষ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ছিল এ কর্মশালার শেষ দিন। উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)-এর বাস্তবায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর সহায়তায় এ প্রশিক্ষণ দেয়া হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রান্তিক চাষিদের পতিত জমিতে উচ্চ ফলনশীল সবজি চাষ বৃদ্ধি কল্পে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির। ২দিনব্যাপি সবজি চাষ প্রশিক্ষণে ৪৫ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।
২ জেলেকে জরিমানা
ঝালকাঠি জেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন জরিমানা করেন। এরা হলেন, উপজেলার বড়ইয়া এলাকার মৃত মোহবাত আলীর ছেলে মো. নাছির (৩৮) ও মো. মোতাহার আলীর ছেলে মো. মনির হোসেন (৪৫)। উপজেলা মৎস্য বিভাগ জানায়, সকালে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।