Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার দর্শন, গ্রাম হবে শহর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ৮:৪৬ পিএম

আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেছেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি গ্রাম। আজ ডিজিটাল বাংলাদেশের ছোয়া লেগেছে দেশের প্রতিটি প্রান্তরে। তিনি কুমিল্লার বুড়িচং সদর ইউপি চেয়ারম্যানপ্রার্থী। তিনি বলেন, শেখ হাসিনার দর্শন, গ্রাম হবে শহর। এই দর্শনে বিশ্বাসীরা আসন্ন ৩নং বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেবেন বলেই আমি আশা রাখি।

তিনি তার নির্বাচনী প্রচারণায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের উঠান বৈঠকে এসব কথা বলেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের সদস্য এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আধুনিক সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনকে ৭ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোটদানের জন্য সকলকে অনুরোধ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ