বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ইয়াসমিন পারভীন তিবরীজি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বান্দরবান স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলা প্রশাসক নমুনা দেওয়ার পর রিপোর্ট এসেছে পজেটিভ। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ডিসি তার বাংলোতে হোম আইসোলেশনে আছেন ।
এ বিষয়ে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, করোনা নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসলেও তিনি মোটামুটি ভালো আছেন। তবে কাশি আছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৭ থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান জেলা প্রশাসকের সুস্থতায় সর্বদা খোঁজ খবর নেয়া হচ্ছে। এ দিকে বান্দরবানে নতুন করে আরো ৫৭জন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি আরো বলেন, জেলায় এই পর্যন্ত ২হাজার ৮শত ২৬জন করোনা আক্রান্ত হলে ও চিকিৎসা শেষে ২হাজার ৩শত ৬৮জন সুস্থ হয়ে ওঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।