Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন এফডিসির এমডি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ৬:৪৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রশ্নবিদ্ধ হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন। তাকে দুর্নীতিবাজ, ঘুষখোর, অযোগ্য এমডি আখ্যা দিয়ে রোববার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তার অপসারণ চেয়েছেন চলচ্চিত্রকর্মীরা। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন।

তিনি আজ রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ভোটের কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদেরই শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সব পাসকারীকে যদি অনুমতি দেওয়া হতো, তাহলে সে রকম হাজার হাজার পাস আছে। করোনার কথা মাথায় রেখে তা দেওয়া হয়নি। দুই প্যানেল তাদের প্রয়োজন অনুভব করলে নির্বাচন কমিশানের সঙ্গে কথা বলে নিতে পারতেন। সেখানে এফডিসির এমডির কোনো ভূমিকা নেই। তা ছাড়া এদিন আমরা নিজেরাই প্রবেশের অনুমতি পাইনি।’

করোনা প্রকোপ বৃদ্ধি ও বিএফডিসির ভেতরে স্থান সংকটের বিষয়টিও উল্লেখ করেন নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, ‘এফডিসির ভেতরে শিল্পী সমিতির নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে অনুমতি চেয়ে আমাদের কাছে একটি আবেদন করা হয়। সবাই অবগত যে, নতুন ভবনের জন্য বিএফডিসির অর্ধেক জায়গা কমে গেছে। যতটুকু জায়গা আছে তার মধ্যে সবাই প্রবেশ করলে করোনার কারণে অনেক সমস্যা হতো।’

বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন হোক, তা প্রথমে চাননি এফডিসি কর্তৃপক্ষ। কারণ ব্যাখ্যা করে নুজহাত ইয়াসমিন বলেন, ‘করোনা পরিস্থির কথা বিবেচনা করে প্রথমে এফডিসিতে নির্বাচন করার ব্যাপারে রাজি ছিলাম না। তবে শিল্পীদের সুবিধার কথা ভেবে পরবর্তীতে এফডিসিতে নির্বাচনের অনুমতি দিই। করোনার কথা মাথায় রেখে কয়েকটি শর্ত দিয়ে নির্বাচনের অনুমতি দেওয়া হয়। সেই অনুযায়ী কাজ করা হয়। সরকারের নির্দেশনা মেনে নির্বাচন হয়।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের দিন আমাদেরও আসতে নিষেধ করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। যার কারণে আমরাও আসিনি। কয়েকটি শুটিং ছিল সেগুলোও বন্ধ রাখতে হয়। আমার তরফ থেকে কোনো অন্যায় করিনি। এখানে আমার কোনো ভূমিকা নেই। এ ব্যাপারে তারা কথা বলতে চাইলে আমার আপত্তি নেই। তবে তারা যে অভিযোগ করেছেন সেটি আমার মধ্যে পড়ে না।’

উল্লেখ্য, এফডিসির এমডি নুজহাত ইয়াসমীনের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটার ব্যতীত এফডিসির ভেতরে থাকা ১৮টি সংগঠনের সদস্যদের ভেতরে ঢুকতে না দেওয়ায় এই দাবি তুলেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ