Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১:১৬ পিএম

রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে রুকাইয়া ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী রবিবার সকালে আতœহত্যা করেছে। নিহত মেঘলা বিড়ালদহ গ্রামের আব্দুল রউব রতনের মেয়ে। রুকাইয়া বিড়ালহদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের বড় বোন শুরমা জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে রুকাইয়া ইসলাম মেঘলা ঘুমাতে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরী দেখে ডাকা-ডাকি শুরু করে এতে সাড়া না পেয়ে, শুরমার স্বামী মাসুম ঘরের দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে। তিনি কি কারণে আতœহত্যা করেছে। তারা সে বিষয়ে কিছু জানেনা বলে জানান।
পুঠিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ