Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে বিজিবি সদস্যকে হত্যাচেষ্টা

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ভোলার দৌলতখানে বিরোধের জেরে আব্দুর রব (৫৫) নামে এক বিজিবি’র নায়েক সুবেদারকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত বিজিবি সদস্য দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মৃত সেরাজল হক হাওলাদারের ছেলে।’
গত শুক্রবার উপজেলার চরপাতা ইউনিয়নের রবন আলী হাওলাদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি সদস্যর স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে দৌলতখান থানায় মামলা করেছেন। আহত বিজিবি সদস্য জানান, তার ভাই মোশারফের সাথে ১ একর ৮০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ওই জমিকে কেন্দ্র করে তার ভাই মোশারফ ও তার ছেলে আসাদুজ্জামান, ইয়াহইয়াহ খানসহ ৫ থেকে ১০ জন মিলে তার ওপর লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি হামলা করে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’
এ বিষয়ে দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, আহত বিজিবি সদস্য’র স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে থানায় মামলা করেছেন।
অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ