Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর রেল কারখানা আরো আধুনিকায়ন হবে

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির বলেছেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সেই সাথে সৈয়দপুর রেলওয়ে কারখানা আরও আধুনিকায়ন করা হবে। নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে। এসব বাস্তবায়ন হলে সুফল পাবেন মানুষজন। গতকাল শনিবার দুপুরে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি কারখানার ২৯টি উপ-কারখানায় (শপ) কর্মযজ্ঞ ঘুরে দেখেন। পরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে কারখানার সভা কক্ষে আয়োজিত সভায় রেলপথ সচিব বলেন, বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সরকার অনেকগুলো মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসাবে সৈয়দপুর রেলওয়ে কারখানার আরও আধুনিকায়ন হবে। জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। সৈয়দপুরে আরও একটি ক্যারেজ নির্মাণ কারখানা গড়ে তোলা হবে।
এসময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, রোলিং স্টক) মো. মঞ্জুর-উল আলম চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিত কুমার তালুকদার, প্রধান যন্ত্রপ্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি এর আগে অদম্য স্বাধীনতায় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে রেলপথ সচিব দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ