Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফসলি জমিতে পুকুর খনন ও মাটি উত্তোলনের প্রতিবাদে সভা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

নাটোরে ফসলি জমিতে যথেচ্ছাভাবে পুকুর খনন ও মাটি উত্তোলনের প্রতিবাদে সভা করেছে ভূমি সুরক্ষা কমিটি নামের একটি নবগঠিত সামাজিক সংগঠন। গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নাটোর সদর থানার ৫নং বড়হরিশপুর ইউনিয়নের শংকরভাগ এলাকায় শংকরভাগ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত ভূমি সুরক্ষা কমিটির আয়োজনে নবগঠিত সংগঠনটির সদস্যবৃন্দের পরিচিতি পর্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমি সুরক্ষা কমিটির সভাপতি শরিফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. রত্না আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ৫নং বড়হরিশপুর ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গণি ভুঁইয়া, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহম্মেদ রফিক বাবন, সংগঠনটির সহসভাপতি বাবর আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ প্রমুখ। উক্ত সভা সঞ্চালনা করেন ভূমি সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ্ আল মহসিন।
সভায় বক্তারা বলেন, ফসলি জমিতে দেদারছে পুকুর খনন ও মাটি উত্তোলনের ফলে একদিকে যেমন ফসলি জমিগুলোতে পানিবদ্ধতার সৃষ্টি হয়ে ধান, গম, ভুট্টা, সরিষা থেকে শুরু করে অন্যান্য ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, অপরদিকে ব্যাপকভাবে কর্মসংস্থান নষ্ট হচ্ছে। আবার যথেচ্ছাভাবে পুকুর খননের ফলে জীববৈচিত্র্যও আজ হুমকির সম্মুখীন। বক্তারা আরোও বলেন যথেচ্ছাভাবে পুকুর খননের সাথে কোন কোন অসাধু সরকারি কর্মকর্তারা জড়িত থাকার কারণে মাটি খননের সাথে জড়িত ব্যক্তিরা সাহস পায়। উক্ত সভায় এভাবে যথেচ্ছাভাবে ফসলি জমিতে পুকুর খনন ও মাটি উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়্ েএসে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ