Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষকদের বাড়ি যেন স্কুল

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

করোনার নতুন ধরন ওমিকরণ বিস্তার রোধে সরকার যখন কোমলমতি শিক্ষার্থীদের ঝুকিমুক্ত রাখতে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দ্দেশ দিয়েছেন তখন নীলফামারীর কতিপয় শিক্ষকের বাসা-বাড়ি স্কুলঘরে পরিনত হয়েছে। কোন কোন শিক্ষক আবার গোটা বিল্ডিং ভাড়া নিয়ে কোচিং ব্যাবসা অব্যাহত রেখেছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনন্ত ৩০ জন শিক্ষক নিজ নিজ বাড়িকে স্কুলে পরিনত করেছেন। কাক ডাকা ভোর থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত চলছে কোচিং ব্যবসা। এক গ্রুপ যেতে না যেতেই আর এক গ্রুপ এসে উঁকি দিচ্ছে দড়জায়। গাদাগাদি করে এক বেঞ্চে ৩-৪ জন ছাত্রছাত্রী বসিয়ে দিনরাত সমানে চলছে এ প্রাইভেট কোচিং ব্যবসা। শহরের বাবুপাড়া, ছিটইটাখোলা, কলেজপাড়া, জুম্মাপাড়া, শান্তিনগর, ডাকবাংলা সড়ক, আনন্দ বাবুরপুল এলাকা ও সবুজপাড়াসহ শহরের প্রতিটি পাড়া-মহল্লায় গড়ে উঠেছে প্রাইভেট কোচিং বাণিজ্য সেন্টার। এদিকে শহরের কবরস্থান সড়ক বাবুপাড়া এলাকায় নীলফামারী সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক রিতিমতো একটি বিল্ডিং ভাড়া নিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর কোচিং ব্যবসা শুর করেছেন। অভিযোগ পাওয়া গেছে, স্কুলে হাজিরা দিয়েই ওই শিক্ষক চলে যাচ্ছেন কোচিং সেন্টারে। দেড়যুগেরেও বেশী সময় ধরে এক স্কুলেই চাকরি করা ওই প্রধান শিক্ষকের মূল কাজই হচ্ছে পঞ্চম শ্রেণির কোচিং বাণিজ্য। তার স্কুলে নিয়মনীতির কোন বালাই নেই। সরকারি সমস্ত নিয়মনীতি উপেক্ষা করে ভর্তি বাণিজ্যের ফলে ওই স্কুলের প্রতিটি ক্লাশেই রয়েছে অতিরিক্ত ছাত্রছাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ