Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মীদের গাড়ি ভাঙচুর ও হুমকির অভিযোগ

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

সিলেটের ওসমানীনগর উপজেলার ৫নং গোয়ালাবাজার ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. আব্দুল কুদ্দুছ শেখ সংবাদ সম্মেলন করেছেন। গত শুক্রবার সকাল ১১ টায় তার নিজ বাড়ি তেরহাতি গ্রামে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্টভাবে ভোট হলে আমার বিজয় হবে বলে আমি আশাবাদি। কিন্তু আমার কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং হুমকি দেয়া হচ্ছে। ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এতে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। যার ফলে আমার বিজয়ের পথে বিরাট বাধা হয়ে দাড়াবে। আমি খবর পাচ্ছি ভোটের দিন ভোটারদের প্রকাশ্যে ভোট দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হতে পারে। তিনি সুষ্ট ভোট গ্রহনে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ শেখ বলেন, আমি নির্বাচিত হলে গোয়ালাবাজার ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিনত করবো। ব্যবসায়ী প্রাণ কেন্দ্র গোয়ালাবাজারকে আরো সুন্দর করে সাজাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ