রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়ির ভূজপুর জামিয়া আবু বকর (রাঃ) আল-ইসলামিয়া মাদরাসার ১৭তম বার্ষিক ইসলামী মাহফিলে ১১ হাফেজকে দস্তারবন্দী প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর আনুষ্ঠানিকভাবে এ হাফেজদের পাগড়ী পড়ানো হয়।
জামিয়া আবু বকর (রাঃ) মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত দু›দিন ব্যাপী বার্ষিক মাহফিলে প্রধান অতিথি ছিলেন, পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী। বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা হাবিবুর রহমান কাসেমী, বাবুনগর মাদরাসার শায়খুল হাদীস মুফতি মাহমুদ হাসান, আল্লামা আজিজুল হক আল-মাদানী।
মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা নিজাম উদ্দীন ও ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় তকরির পেশ করেন, আল্লামা আবু তাহের নদভী, আল্লামা আব্দুর রহিম ইসলামাবাদী, হাফেজ মুহাম্মদ ইয়াহ্ইয়া, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নুরুল ইসলাম জদীদ, মাওলানা জাকারিয়া হাসনাবাদী, মুফতি মুহাম্মদ ওসমান, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা দিদারুল আলম, মাওলানা তোয়াহা দানিশ, মাওলানা সলিম উদ্দিন, মুফতি মিজানুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।