রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হামলার প্রতিবাদে বিক্ষোভ
খাগড়াছড়ি জেলা সংবাদদদাতা
খাগড়াছড়ি সদর উপজেলা আ.লীগের সভাপতি সনজীব ত্রিপুরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা আ.লীগ, সদর উপজেলা আ.লীগ ও পৌর আ.লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন। গত শুক্রবার বিকেল ৪টায় শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ কর্মসূচি শেষে মুক্ত মঞ্চে এক প্রতিবাদ সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় বক্তব্য দেন- জেলা আ.লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সদস্য নুরউল্লাহ হিরো, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, পৌর আ.লীগের সভাপতি জাভেদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ পাহাড়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। পাহাড়ে জান মালের নিরাপত্তায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
১৫ কেজি রুপা আটক
সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে ১৫ কেজি ভারতীয় রুপা আটক করেছে করেছে বিজিবি। তবে, কোনো চোরাকারবারি গ্রেফতার হয়নি। গত শুক্রবার দিনগত রাতে সদর উপজেলার কালিয়ানি সীমান্তে অভিযান চালিয়ে এসব রুপা আটক করে বিজিবি। গতকাল শনিবার দুপুরে ৩৩ বিজিবির কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার আল মাহমুদ জানান, সীমান্ত পিলার ৮/৫ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানি জেলে পুকুর নামক স্থানে অভিযান চালিয়ে আসামি বিহীন ১৫ কেজি রুপা আটক করা হয়। ভারতীয় এই রুপার মূল্য ধরা হয়েছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের এবং আটককৃত রুপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যুবকের লাশ উদ্ধার
লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা সøুইজগেট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, গোয়ালীমান্দ্রা গ্রামে সøুইজগেট এলাকায় লাশটি স্থানীয়রা দেখতে পায়। পরে শ্রীনগর ও লৌহজং থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা যুবকের লাশটি পুলিশ উদ্ধার করে। এখনও লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে রাতের আঁধারে যুবকটিকে মেরে এখানে ফেলে গিয়েছে। লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাঠালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সে সাথে এ বিষয়ে লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
৭ জনকে জরিমানা
খুলনা ব্যুরো
করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এবং শারমিন জাহান লুনা। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পড়া, টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় খাবার গ্রহণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় ৭টি মামলায় ৭ জনকে ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। গতকাল করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বাঘকে পিটিয়ে হত্যা
নাটোর জেলা সংবাদদাতা
নাটোরে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। পরে বন বিভাগ মৃত বাঘটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করে।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার কৈগাড়ি এলাকার মিরাজ আলীর হাঁসের খামারে হামলা করে ওই মেছো বাঘটি। এ সময় খামার মালিকসহ এলাকার লোকজন বাঘটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে নাটোর বনবিভাগের কর্মচারি রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মৃত বাঘটি উদ্ধার করে। সেখানে তিনি ভবিষ্যতে এভাবে বন্যপ্রানী হত্যা না করার অনুরোধ জানান।
২৪ ঘণ্টায় আটক ৩৩
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা ৩ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ৪ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১২৫ গ্রাম গাজা, ৩ গ্রাম হেরোইন ও ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।