Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা-বন্যায় ৭২হাজার পরিবারকে খাদ্য দিয়েছি: প্রতিমন্ত্রী পলক

সিংড়া,(নাটোর) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ৫:৫২ পিএম

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, করোনা ও বন্যায় ৭২ হাজার পরিবারকে খাদ্য দেয়া হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে ১কোটি ২৬ লক্ষ ৬৪ হাজার ৫০০টাকার অনুদান দিয়েছি।

৫টি মৌলিক অধিকার নিশ্চিত করেছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিল তখন ৭১এর পরাজিত সৈনিকরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। বর্তমানে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করছেন। মানুষ এখন গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছেন। এদেশের কৃষক-শ্রমিক, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে জননেত্রী শেখ হাসিনাবিএনপি-জামায়াত কখনো মানুষের কথা ভাবেনি। তিনি ভূমিহীন মানুষদের ঘর উপহার দিয়েছেন। শনিবার সিংড়া গোডাউন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডের ৮০২টি পরিবারের মাঝে সাইলো বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, গত বন্যায় সিংড়া উপজেলার প্রায় অর্ধেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

দুটি এলাকায় বাঁধ ভেঙ্গে গিয়েছিল। এতে ৩৮টি পরিবার তাঁদের বসতভিটা হারায়। আমরা তাঁদের পাশে দাঁড়িয়েছি, খাবার দিয়েছি। বন্যা কবলিত পরিবারের পাশে থেকেছি। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশিদ, উপজেলা আ’লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুস ছালাম বিশ্বাস, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ