বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচিত সুবল সিকদার হত্যা মামলার প্রধান আসামি টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়াারম্যান অসীম বিশ্বাস সহ অন্য আসামিদের গ্রেপ্তার ও নিহতের পরিবারকে মামলা প্রত্যারে হুমকী প্রদানে প্রশাসনের হস্তক্ষেপ দাবিতে মানববন্ধন করেছে নিহত সুবল শিকদারের পরিবার।
সংবাদ সম্মেলনে নিহত সুবল শিকদারের ভাতিজা মিলন শিকদার বলেন, টুঙ্গিপাড়াা উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাস ক্ষমতার অপব্যবহার করে হত্যা মামলার ১ নাম্বার আসামী হওয়া সত্ত্বেও পুলিশ তাকে সহ কাউকেই গ্রেপ্তার করছে না। অন্যদিকে নিহতের পরিবারের লোকজনকে ভাইস চেয়ারম্যানের লোকজন ভয়-ভীতি হুমকি-ধামকি প্রদান করে আসছে।
আজ শনিবার দুপুরে উপজেলার কাকুইবুনিয়া গ্রামে নিহত সুমন শিকদারের বাড়িতে তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় নিহত সুবল শিকদারের স্ত্রী ইতি শিকদার, পুত্র শিমুল শিকদার, শিবু শিকদার, সজল শিকদার কন্যা শিলা শিকদার, ইলা সিকদার, ভাতিজা মিলন শিকদার ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২০ জানুয়ারি কাকইবুনিয়া গ্রামে মন্দিরের কমিটি গঠন কে কেন্দ্র করে এক সংঘর্ষে প্রতিপক্ষ টুঙ্গিপাড়া উপজেলা ভাইসস চেয়াারম্যান অসীম বিশ্বাসের লোকদের হাতে সুবল শিকদার (৫৫) নিহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।