Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মৌমাছির কামড়ে হাসপাতালে ৪ জেএসসি পরীক্ষার্থী

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলাকালে মৌমাছির কামড়ে গুরুতর আহত হয়ে পরীক্ষা দেওয়া হয়নি চার শিক্ষার্থীর। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ভোলার চরফ্যাশন উপজেলার গার্লস স্কুল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা পরীক্ষার্থীরা হলো, মাহী, অভিষেক, রাসেল, মারুফ, অর্ঘ্য ও নয়ন। এদের মধ্যে গুরুতর আহত রাসেল, মারুফ, মাহি ও অভিষেককে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন জানান, উপজেলার টিভি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গার্লস স্কুল কেন্দ্রের ২৮নং কক্ষে পরীক্ষা দিচ্ছিল। ১১টার দিকে হঠাৎ করে ৭ শিক্ষার্থীকে মৌমাছি কামড়ে দেয়। এতে ৪ জন বেশি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা বাদ দিয়ে তাদের হাসপাতালে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ