Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জায়েদের চাদর পরা নিয়ে নিপূণের আপত্তি!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেল। এ পিপোর্ট লেখা পর্যন্ত কারা বিজয়ী হয়েছেন, তা জানা যায়নি। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ ছিল উৎসব মুখর। তারকা শিল্পীরা ভোট দিয়েছেন। তবে নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপূণ তার প্রতিপক্ষ জায়েদ খানের চাদর পরা নিয়ে অভিযোগ তুলেছেন। জায়েদ কেন চাদর পরে এসেছেন এর কারণ সম্পর্কে তিনি বলেন, জায়েদ চাদরের নিচ দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন। নিপূণ বলেন, জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের নিচ দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত জায়গা থেকে সরে যান। বিষয়টি নিয়ে আমি নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করেছি। বেলা ১১টার সময় এ অভিযোগ কমিশন বরাবর মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। জায়েদ খান বলেন, শীতের দিন পাঞ্জাবির সঙ্গে সবাই চাদর পরেন। আর এটা কি ইউনিয়ন পরিষদ নির্বাচন যে টাকা দেবো? তারাও তো ভোট চাইছেন। তাহলে আমার দোষ কোথায়? আমি আসলে ভালো কাজ করেছি তাই আমাকেই আটকাতে চাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ