Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমন-জারার উপস্থাপনায় জমে উঠেছে ঝগড়া ৮৮.৪

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রেডিও আমার ৮৮.৪ এফএম-এর এক সময়ের শ্রোতাপ্রিয় অনুষ্ঠান ‘ঝগড়া ৮৮.৪’ নতুন করে শুরু হয়েছে। ২০০৭ সালে রেডিও আমার-এর যাত্রার শুরুতেই অনুষ্ঠানটি শ্রোতাপ্রিয়তা পায়। ২০১৪ সালে অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। ৭ বছর পর সম্প্রতি নতুন আঙ্গিকে শুরু হয়েছে অনুষ্ঠানটি। সঞ্চালনায় রয়েছেন আরজে জারা ও সাইফ ইমন। এরইমধ্যে অনুষ্ঠানটি আবারও দর্শক ও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সমাজের নানা বিষয় নিয়ে একজন ছেলে একজন মেয়ের মধ্যে যে দুষ্ট-মিষ্টি দ্বন্দ্ব তৈরি হয় তা নিয়েই এই ‘ঝগড়া ৮৮.৪’। প্রতি সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হয় অনুষ্ঠানটি। অন এয়ারের পশাপাশি রেডিও আমার-এর ফেসবুক পেজ থেকেও সরাসরি লাইভে অংশগ্রহণ করতে পারেন দর্শক-শ্রোতারা। সাইফ ইমন ও জারার চমৎকার কথামালায় এরইমধ্যে জমে উঠেছে অনুষ্ঠানটি। আরজে জারা উপস্থাপনায় আছেন অনেক দিন ধরে। টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে জারার শুরু। পাশাপাশি মডেলিং ও অভিনয়ও করছেন। অনুষ্ঠানের আরেক সঞ্চালক সাইফ ইমন একজন লেখক-সাংবাদিক। কাজ করছেন পরিচালক মেহের আফরোজ শাওনের প্রধান সহকারী পরিচালক হিসেবে। শ্রোতাপ্রিয় এই অনুষ্ঠানে যুক্ত হওয়া সম্পর্কে ইমন বলেন, গত সেপ্টেম্বরে রেডিও আমার-এর হেড অব প্রোগ্রাম তামিম হাসান ভাই আমাকে আর জারাকে অনুষ্ঠানটির দায়িত্ব দেন। পাওয়ার আওয়ার নামে অন্য একটি অনুষ্ঠানে আমাদের উপস্থাপনা দর্শক-শ্রোতা বেশ পছন্দ করেছেন। এরপর থেকেই অনেকে রেডিও আমার-এ মেসেজ করে জানিয়েছে, আমাদের দুজনকে নিয়ে অনুষ্ঠানটি আবার নতুন করে শুরু করার জন্য। আমরা বেশ সাড়া পাচ্ছি অনুষ্ঠানটি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ