বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদী থেকে তারা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদরের বংশাই নদীর আলহাজ একাব্বর হোসেন সেতুর পূর্বপাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত তারা মিয়া বাসাইল উপজেলা ব্ররপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। সে মাছ ধরার কাজ করতো বলে জানা গেছে।
পুলিশ জানায়, তারা মিয়া গত ২৯ অক্টোবর রাতে নিখোঁজ হলে ৩০ অক্টোবর বাসাইল থাকায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।
মঙ্গলবার ভোরে বংশাই নদীর ওই স্থানে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুর থানা পুলিশ গিয়ে তার অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার করে।
নিহত ব্যক্তির পুরুষাঙ্গ কাটা রয়েছে। ২/৩দিন আগে খুন করে লাশ নদীতে ফেলা হয়েছিল বলে পুলিশ ধারনা করছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) বাবলু জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে। বাসাইল থানায় মামলা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।