Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে গাঁজাসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ৪:২০ পিএম

টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ (দক্ষিন)।
২৮ জানুয়ারি শুক্রবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল ডিবি পুলিশ (দক্ষিন) এর অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় এস আই মো: মোতালেব হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আমুআটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দসী উত্তর পাড়া এলাকার নূর ইসলামের ছেলে মো: ইমান আলী ও একই উপজেলার অষ্টচল্লিশা এলাকার বকুল মন্ডলের ছেলে মাখন মন্ডল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ অভিযানে আরো অংশ নেয়, এস আই মো: সাইফুল ইসলাম, কনস্টেবল মো: তাজরুল ইসলাম, মো: রফিকুল ইসলাম এবং মো: মফিজুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ