Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে পাহাড় ধসে ২ শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকর সেনা গ্রামে পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিশাকুড়ি গ্রামের মাসুক মিয়া (৪৫) ও খায়েস্তগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সামছুল হক (৩৫)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, রাতে মাসুক ও সামছুলসহ কয়েকজন পাহাড়ের মাটি কাটছিলেন বলে ধারণা করা হচ্ছে। এসময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে মাসুক ও সামছুল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ