Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদা রংয়ের ইয়াবাসহ সিলেটে র‌্যাবের হাতে আটক এক মাদক ব্যবসায়ী

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৮:১৮ পিএম

সিলেটের জৈন্তাপুর থেকে ৯৩০ পিস সাদা রংয়ের ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। তার নাম আল আমিন (২০)। গতকাল বুধবার দুপুরে জৈন্তাপুরের দরবস্ত বাজারের আল মারুফ রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আল আমিন কানাইঘাটের মৃত শামসুল হকের পূত্র। র‌্যাব জানায়, ইয়াবা কেনাবেচার সময় গ্রেপ্তার করা হয় আল আমিনকে। তার কাছ থেকে ৫টি নীল রংয়ের পলি প্যাকের ভেতর মোট ৯৩০ পিস সাদা রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পালিয়ে যায় আলম নামে অপর এক ইয়াবা ব্যবসায়ী। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মুখে কৌশল বদলেছে মাদক ব্যবসায়ীরা। নতুন কৌশল হিসেবে গোলাপী রং পাল্টে এখন বাজারে সাদা রংয়ের ইয়াবা বিক্রির চেষ্টা চালাচ্ছে মাদক ব্যবসায়ীদের একটি চক্র। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, জব্দকরা সাদা রংয়ের ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪ লাখ ৬৫ হাজার। গ্রেপ্তারকৃত ও পলাতক ইয়াবা ব্যবসায়ীকে স্থানীয় থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে করা হয়েছে মামলা দায়ের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ