Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মতলবে ৫দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণ সনদ বিতরণ

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৭:৪৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল(অনুর্ধ্ব-১৫)২০২২ পাঁচ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) উপজেলা সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্টানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোঃ এমদাদুল ইসলাম মিঠুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ কে এম আজাদ প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন,প্রতিটি মানুষকে সঠিকভাবে বেঁচে থাকতে ক্রীড়ার কোন বিকল্প নেই। শারীরিক কসরত প্রতিটি ব্যক্তিকে সুস্থ ও সবল রাখে। সকলকে ক্রীড়ার প্রতি অনুরাগী থাকা ও প্রতিদিন নিজ নিজ শরীরের সুস্থতার ক্রীড়া চর্চায় অংশ নেয়ার আহবান জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি,বিশেষ অতিথিসহ অন্যরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়ারের হাতে সনদপত্র তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ