Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় সেই তরমুজ খেত পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের তদন্ত কমিটি

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৭:৩৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পাউবোর প্রকৌশলী কর্তৃক তরমুজ গাছ উপড়ে ফেলা ক্ষতিগ্রস্থ সেই কৃষকের ক্ষেত পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের দুই সদস্য বিশিষ্ট কমিটি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা বারোটায় উপজেলার ধুলাসার ইউনিয়নে পশ্চিম চাপলী গ্রামের ওই ক্ষেত পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে স্থানীয় বনবিভাগের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। গত ১৭ জানুয়ারি "কৃষকের ১০ হাজার তরমুজ গাছ উপড়ে ফেললেন পাউবো প্রকৌশলী" এই শিরোনামে রাইজিং বিডিতে সংবাদ প্রকাশের পর নজরে আসে উর্ধতন কর্মকর্তাদের। প্রায় ২ মাস আগে পানি উন্নয়ন বোর্ড এবং বনবিভাগের কর্মকর্তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের বন্যা নিয়ন্ত্রন বাধেঁর ঢালে ১৫ হাজার তরমুজ গাছ রোপন করেন কৃষক দেলোয়ার খলিফা। কিন্তু গত ১৬ জানুয়ারী সকালে হঠাৎ দেলোয়ারের ১০ হাজার তরমুজ চারা উপরে ফেলেন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধ রক্ষা প্রকল্পের মাঠ প্রকৌশলী মনিরুল ইসলাম। ওই কর্মকর্তার হা-পা ধরে তিনি তাকে ফেরাতে না পেরে কান্নায় ভেঙে পরেন। এমনটাই জানান কৃষক দেলোয়ার। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার সরকার জানান, পানি উন্নয়ন বোর্ডের তদন্ত কমিটির সদস্য হিসেবে আমরা দু'জন এখানে তরমুজ খেত পরিদর্শন করতে এসেছি। এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী, বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সবাই রয়েছেন। তদন্ত চলমান সবকিছু যাচাই করে এসম্পর্কে আমরা জানাতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তদন্ত কমিটির আরএক সদস্য আফতাব জানান, পানি উন্নয়ন বোর্ডের তদন্ত চলছে , তদন্তের সার্থে আপাতত কোনো কথা বলতে পারছি না। তদন্ত শেষ হলে আমরা জানাবো। এর আগে গত ১৯ জানুয়ারি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা এই খেত পরিদর্শন করে তারা জানান, ঘটনার সত্যতা পেয়েছেন ক্ষতিপূরন ও জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন।### ২৭-০১-২০২২.



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ