Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৬:৩৪ পিএম

সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইমাম সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার(২৭জানুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ওই ইমাম সম্মেলন অনুষ্টিত হয়।

কাপ্তাই উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সোলাইমানের সঞ্চালনায়
ইফার কাপ্তাই উপজেলা ফিল্ড সুপারভাইজার এম মঈনুল আলম মুবিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন।
সম্মেলনে কাপ্তাই উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুল সমুহের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে আলেম ওলামাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ইসলাম একটি শান্তির ধর্ম, প্রতিটি মসজিদে ইমামগণ সন্ত্রাস, জঙ্গীবাদ এবং ইসলামের শান্তির বাণী যেন সকলের মাঝে বিলিয়ে দেন সেই আহ্বান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ