Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬৯

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৬:৩২ পিএম

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬৯ জন । স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য মতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।এতে শনাক্তের হার হচ্ছে ৩৮.৩৬ শতাংশ, যা আগের দিন সিলেট বিভাগে করোনায় সংক্রমিত হন ৬৯৭ জন,এতে শনাক্তের হার শতকরা ৩৯.৪৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭৬৯ জনের মধ্যে সিলেট জেলায় ৫২০, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৭১ ও মৌলভীবাজার জেলায় ১৪২ জন রয়েছেন। এসময় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৫ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।

এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ১৯২ জন। আগেরদিন ছিল ১৮৬ জন। এরমধ্যে আইসিইউ'তে ভর্তি আছেন ১১ জন। গত একদিনে সিলেট বিভাগে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৩১৮ জন,যাহা আগেরদিন ছিল ২৬৪ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ৭৪৬ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ৯৪৪ জন।

গত একদিনে সিলেট জেলায় করোনায় মৃত ১ জনকে নিয়ে এপর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরন করছেন ১ হাজার ১৯৪ জন। অপরদিকে করোনা সংক্রমন রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দশনানুযায়ী সবধরনের টিকাদান কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মানুষের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ