বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাত্র দু’দিনের ব্যবধানে পাল্টে গেল জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলা কমিটি।
শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি ঘুষ বাণিজ্য করে কমিটি দিয়েছে বলে অভিযোগ
করেছেন, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু।
সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নতুন কমিটির পক্ষে পুস্পস্তবক শেষে
সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল করিম সাবু বলেন, আগের নিয়মিত কমিটির মাধ্যমে সম্মেলন
প্রস্তুতির কাজ চলছিলো। ইতোমধ্যে গত ২২ জানুয়ারি আব্দুল্লাহ সরদারের নেতৃত্বে
সাতক্ষীরা জেলা কমিটির আত্মপ্রকাশ ঘটে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজম খসরু ১২ লাখ টাকা নিয়ে ভুয়া ব্যক্তিদের দিয়ে আহবায়ক কমিটির অনুমোদন দেন। পরে ২৪
জানুয়ারি পুরাতন কমিটিকে আবারো অনুমোদন দিতে বাধ্য হন কেন্দ্রীয় কমিটি।
তিনি আরো বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি তারা একটি বৈঠক করেন। সে বৈঠকে
সম্মেলন করার সিদ্ধান্ত হয়। দ্রুততম সময়ের মধ্যে সম্মেলনের দিনক্ষণ ঠিক
করে কেন্দ্রীয় কমিটিকে জানানোর প্রস্তুতিও চলছিলো। এরই মধ্যে কেন্দ্রীয় সাধারণ
সম্পাদকের মাধ্যমে নতুন আহবায়ক কমিটি ঘোষিত হলো। ঘুষ বাণিজ্যের কারণে
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এমনটা করেছেন বলে তিনি জানান।
তবে, ঘুষ দেয়ার কথা অস্বীকার করে আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি বলেন, কমিটিতে স্বাক্ষর করার একক ক্ষমতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের। অথচ সাইফুল করিম সাবুর নেতৃত্বাধীন কমিটিতে স্বাক্ষর রয়েছে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নানের। সুতরাং সাবুর কমিটির বৈধতা নেই।
তিনি আরো বলেন, সাবু-খালেক কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালে। এরপরে
সংগঠনের কার্যক্রমে নীরবতা নেমে আসে। অধিকাংশ ইউনিটে কমিটি নেই। সেই নীরবতা
কাটিয়ে সংগঠনকে গতিশীল করতে নতুন আহবায়ক কমিটি গঠিত হয়।
৬ মাসের মধ্যে সম্মেলনের নির্দেশও দেয়া হয়েছে। তাই আমাদের কার্যক্রম আমরা গতিশীল
রাখতে চাই।
প্রসঙ্গত, সভাপতি সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক এম এ খালেকের নেতৃত্বে
জেলা শ্রমিক লীগের নিয়মিত কমিটি আগামীতে জেলা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলো ।
নিয়মিত কমিটিকে কোনরুপ অবহিত না করে আব্দুল্লাহ সরদারকে আহবায়ক ও দুবাই প্রবাসী মাহমুদুল আলম বিবিসিকে সদস্য সচিব করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা
দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজম খসরু। গত ২২ জানুয়ারি এই কমিটি ঘোষণা দেওয়া
হয়। আব্দুল্লাহ সরদার ও মাহমুদুল আলম বিবিসির নেতৃত্বে পরের দিনই সাতক্ষীরা শহরে
র্যালি বের হয়। কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন। এরপরের দিন ২৪ জানুয়ারি
কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত পুরাতন
কমিটির নেতৃবৃন্দকে দিয়ে আগের পূর্ণাঙ্গ কমিটি বহাল রেখে অনুমোদন দেন।
বৃহস্পতিবার শহরে র্যালিসহ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে সাবু-খালেকের
নেতৃত্বাধীন নেতা-কর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।