Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরে ৭ কেজি হরিণের মাংসসহ দুই শিকারী আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৫:১৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে সাত কেজি হরিণের মাংসসহ দুই হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালীর একটি টিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালিয়ে বড় ভেটখালী গ্রামের মৃত বিনয় মন্ডলের ছেলে হরিণ শিকারী রবীন্দ্র (৩৫) ও হরিনগর গ্রামের মৃত আফতাব সানার ছেলে হরিণ শিকারী মোঃ মাজেদ সানা (৪৫)কে সাত কেজি হরিণের মাংস ও একটি মোটর সাইকেলসহ আটক করে।

জব্দকৃত হরিণের মাংস, মোটর সাইকেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মীরগাং ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ