বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোরসালিন নামে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উলিপুর হাসপাতালে নিয়ে আসার পর মারা যায় শিশুটি। শিশু মোরসালিন পার্শ্ববর্তি চিলমারী উপজেলার পাটোয়ারী গ্রামের রতন মিয়ার পুত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মাহাবুবা বেগম বলেন, অসচেতনার কারণে শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালের আনার কিছুক্ষণের মধ্যেই মারা যায় সে।
তিনি আরো বলেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার শিশুদের ডায়রিয়াসহ শীত জনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। হাসপাতালে প্রতিদিন ৭ থেকে ৮ টি করে শিশু ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে প্রায় অর্ধশতাধিক শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
গত দুদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আড়াই বছরের শিশু মাইশা আক্তার। এসময় শিশুটির মা মারুফা বেগম বলেন,
হঠাৎ করে ডায়রিয়া, পাতলা পায়খানা বমি দেখা দেয়। প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা করাই, এতে কাজ না হলে হাসপাতালে নিয়ে আসি।
ফকিরের হাট এলাকার বাসিন্দা বিপ্লব মিয়া বলেন, শীত বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়া বমি দেখা দিলে এক বছরের শিশু সন্তান হোসাইন রহমানকে হাসপাতালে নিয়ে আসি। ৪-৫দিন ধরে চিকিৎসা নেয়ার পর এখন কিছুটা সুস্থ্য আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।