Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ থেকে চরকিতে সিয়াম–বুবলীর ‘টান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৪:৫৩ পিএম

প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘টান’ এ দেখা যাবে তাদের রসায়ন। এরইমধ্যে টিজার, ট্রেলারে সিয়াম-বুবলীর লুক, সংলাপ আর টুকরো রসায়নে মুগ্ধ দর্শক! তবে আর অপেক্ষা নয়, আজ (বৃহস্পতিবার) রাত ৮টা থেকেই প্রতীক্ষিত দর্শকরা এই জুটির প্রথম সিনেমাটি দেখতে পারবেন দেশীয় জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে!

পরিচালক রায়হান রাফি বলেন, ‘‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটি অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আপনারা টান দেখুন, হতাশ হবেন না।’’

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সিয়াম বলেন, ‘‘ এ বছরে আমার প্রথম সিনেমা টান। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়েই আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’’

সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা বুবলীও বেশ উচ্ছসিত। তিনি বলেন, ‘‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তার সঙ্গে আমি প্রথম কাজ করছি।’’

চরকির ফেসবুক পেজে সম্প্রতি মুক্তি পেয়েছে দারাজ নিবেদিত তাদের অরিজিনাল সিনেমা টান-এর টিজার। যেখানে র‍্যাপ গানের তালে তালে দেখা গেছে বুবলী আর সিয়ামকে। শিল্পীদের সাজসজ্জা, মিউজিক, সিনেম্যাটোগ্রাফি, লোকেশন—সব মিলিয়ে মাত্র ৫৩ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে অন্য রকম এক টান টান উত্তেজনা ছড়িয়ে দেন তাঁরা দুজন। যদিও দেখে ঠিক বোঝা গেল না, আসলে কী ঘটতে যাচ্ছে তাঁদের জীবনে।

টিজারে রহস্য জানা না গেলেও দর্শকের কাছে সেই রহস্যের জট খুলবে আজ। জানা যাবে কী ঘটবে, পর্দার বুবলী ও সিয়ামের জীবনে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি চরকি প্রযোজিত এ বছরের প্রথম সিনেমা। সিয়াম ও বুবলীর সঙ্গে এ সিনেমায় আরও দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি সহ আরো অনেককে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ