Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রি নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ২:২৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে নাঈম ইসলাম (২৪) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছে। এসময় বিদ্যুৎ স্পুষ্টে আহত হয়েছে আরো এক যুবক। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ শহরের নদীপাড়ার একটি বাড়িতে কাজ করার সময় সে মারা যায়। নিহত যুবক একই উপজেলার কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া আফরিন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মতলেবুর রহমান (তদন্ত) জানান, নদীপাড়া প্রবাসি আনিচের দ্বিতল ভবনে রঙের কাজ করছিল মিস্ত্রিরা। তার বাড়ির উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তার চলে গেছে। কাজ করার সময় অসাবধানবসত হাই ভোল্টেজ তারে স্পৃষ্ট হয় নাঈম। এসময় সহযোগী মিস্ত্রি তুষার উদ্ধার করতে গেলে সেও আহত হয়। তুষারকে মারাত্বক অসুস্থ্য অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ