Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি আন্দোলনে অর্থ যোগানের অভিযোগ গ্রেফতারকৃত সাকিব করোনায় আক্রান্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৫:৪০ পিএম

উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ জোগান দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব (৩২) করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনা জেলার সোনাডাঙ্গার মিজানুর রহমানের পূত্র সাকিব। ২০১২ সালে শাবির আর্কিটেকচার বিভাগ থেকে পাস করেছেন তিনি। আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি চারজনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে পাঠিয়েছে পুলিশ । সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্যাহ তাহের জানান, নাজমুস সাকিবের করোনা সনাক্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার ৩ নম্বর আসামী তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ