Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি ভিসির পদত্যাগের দাবিতে সিলেটে ছাত্রদলের প্রতীকী অনশন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৯:৫১ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে ও তাদের দাবি-দাওয়া পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনশনে ছিলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে বিকাল ৩টার দিকে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী পানি পান করিয়ে নেতাকর্মীদের অনশন ভাঙ্গান। অনশন কর্মসূচীটি সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসাইন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, তানভীর আহমদ চৌধুরী, এড.সুহেদুল ইসলাম, জুনেদ আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সদরুল ইসলাম লোকমান, এলিন শেখ, তাজুল ইসলাম সাজু, মোঃ আব্দুল্লাহ, আজহার আলী অনিক, নজরুল ইসলাম সুমন, দেবাশীষ দাস গুপ্ত, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুবক্কর ছিদ্দিক, ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাসান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরানুল ইসলাম রাসেল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ,এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ লস্কর, ল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আহমদ, ১০নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ রহমান, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সবুজ, সহ সাধারণ সম্পাদক রনি চৌধুরী, আমিনুল ইসলাম,শাহিন মিয়া, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জব্বার আহমদ কামরান সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সৌরভ, শিহাব আহমদ,আকিরুল ইসলাম জিসান, ওবায়দুল রহমান আবিদ, আশিকুর রহমান তারেক, মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক কাউসার আহমেদ, জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হোসাইন আহমদ, জেলা ছাত্রদলের সহ সমবায় সম্পাদক আমজাদ আলী ফাহিম, কান্দিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী হোসেন, হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাইয়ুম, মোগল গাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ, জালালাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল আহমদ, জেলা ছাত্রদলের সদস্য নাঈম আহমদ, নাজিম উদ্দিন পলাশ, কাউসার আহমেদ জুম্মান, খন্দকার সানি, সেলিম আহমদ, হারুন আহমদ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ